ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে হার বিসিবি একাদশের, হাফ সেঞ্চুরি লতা-মুর্শিদার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
প্রস্তুতি ম্যাচে হার বিসিবি একাদশের, হাফ সেঞ্চুরি লতা-মুর্শিদার

টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশের মেয়েরা এবার ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তানের। এর আগে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে সফরকারীরা মেয়েরা।

 

এ ম্যাচে ৫৬ রানে হেরেছে বিসিবি একাদশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৪৮ ওভার এক বল খেলে বিসিবি একাদশ অলআউট হয়েছে ২১৪ রানে।  

টস জিতে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মুনিবা আলি সিদ্দিকী। ৬ চার ও ১ ছক্কায় ৮১ বলে এই রান করে সালমা খাতুনের বলে দিশা বিশ্বাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এছাড়া পাকিস্তানের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন আরও দুজন। ৫০ বলে ৫১ রান করে বিসমাহ মারুফ রিটায়ার্ড হার্ট হন। ৫১ বলে ৫৩ রান করেন নিধা রশিদ। বাংলাদেশের হয়ে ৮ ওভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট নেন আশরাফি ইয়াসমিন অর্থী। একটি করে উইকেট পান দিশা, সানজিদা আক্তার ও সালমা খাতুন।  

জবাব দিতে নোমে হাফ সেঞ্চুরি তুলে নেন মুর্শিদা খাতুন। ৮ চারে ৪৭ বলে এই রান করার পর রিটায়ার্ড হার্ট হন তিনি। আরেক ওপেনার ফারজানা হকের ব্যাট থেকে ৭৩ বলে ৪০ রান আসে, তিনি হন রান আউট।  

এছাড়া হাফ সেঞ্চুরি তুলে নেন লতা মণ্ডল। এ ম্যাচে নেতৃত্ব দিতে নেমে ৭ চারে ৪৮ বলে ৫৪ রান করেন, তিনিও হন রিটায়ার্ড। ২১৪ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।