ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবহাওয়ার কারণে দিল্লিতে অনুশীলন বাদ বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
আবহাওয়ার কারণে দিল্লিতে অনুশীলন বাদ বাংলাদেশের

মাঠের পারফরম্যান্স এমনিতে খুব একটা ভালো কাটছে না বাংলাদেশের। এর মধ্যে সময় ভালো যাচ্ছে না বাইরেও।

কলকাতায় দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কার মুখোমুখি হতে দল এখন দিল্লিতে। ওখানে শুক্রবার বিকেলে অনুশীলন করার কথা ছিল, কিন্তু সেটি বাতিল করা হয়েছে।

মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এক বার্তায় অনুশীলন বাতিলের কথা জানালেও কোনো কারণ বলেননি। সেটিই খোলাসা করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মূলত বায়ূদূষণের কারণে দিল্লির আকাশ এখন বেশ ভারি। এ কারণেই বাতিল হয়েছে অনুশীলন।

সুজন বলেন, ‘আজকে আমাদের ট্রেনিং ছিল কিন্তু কন্ডিশন গতকালকে খারাপ হয়ে যায়। এজন্য আমরা ঝুঁকি নেইনি। কারণ আমাদের হাতে এখনও দুই দিন সময় আছে। ’

‘গতকালকে কয়েকজন ক্রিকেটার বাইরে গিয়েছিল আর এখন তাদের কাশি হয়েছে। এখানে ঝুঁকির একটা ব্যাপার থাকে এজন্য আমরা ট্রেনিংটা বাদ দিয়েছি যেন কেউ অসুস্থ না হয়ে যায়। ’

দিল্লি এমনিতে পৃথিবীর সবচেয়ে বেশি বায়ূদূষনের দেশগুলোর একটি। বিশেষ করে পাঞ্জাবের কৃষকদের কারণে অক্টোবর-নভেম্বরে দিল্লির আকাশ আরো বেশি ভারি হয়। হাজার হাজার একর জমিতে নতুন বীজ বোনার আগে তারা পুরোনো ফসলের গোড়া পোড়ানো শুরু করেন। দিল্লিমুখী হাওয়ায় সেই ধোয়ার কুণ্ডলী ভারতের রাজধানীর আকাশ কালো করে দেয় আরও।  

সুজন বলেন, ‘আমরা জানি না সিদ্ধান্ত কী হয় আর আবহাওয়া ভালো হয় কি না। যদি হয়, তাহলে তো আমাদের জন্য ভালো। আর যদি না হয়, আমাদের মানিয়ে নিয়ে কালকে অনুশীলন করতে হবে। কারণ ছয় তারিখ ম্যাচ, এখনও দুদিন আছে; আমরা চাই ছেলেরা পুরো ফিট থাকুক। কারণ পরের দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।