ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে গিয়ে ছয় ম্যাচে পঞ্চম হার বাংলাদেশের যুবাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
ভারতে গিয়ে ছয় ম্যাচে পঞ্চম হার বাংলাদেশের যুবাদের

হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতে তিন দলের সিরিজ খেলতে এখন অবধি ছয় ম্যাচ খেলেছে তারা, এর মধ্যে হেরেছে পাঁচটিতেই।

শুক্রবার হেরেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে।  

মুলাপাদুতে ৬৮ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে প্রায় ৭ ওভার বাকি থাকতে ১৯৭ রানে বাংলাদেশের সব ব্যাটাররা আউট হয়ে যান।  

টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে একজন ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। ১১ চার ও ১ ছক্কায় ৭৮ বলে ৭৯ রান আসে লক বেনকেনস্টাইনের ব্যাট থেকে। এছাড়া ৪৭ বলে ৪১ রান করেন হামজা শেখ। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন রাফিউজ্জামান রাফি। এছাড়া দুটি করে উইকেট পান পারভেজ হোসেন জীবন ও মাহফুজুর রহমান রাব্বি।  

জবাব দিতে নেমে এক আরিফুল ইসলাম ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ বলে ৫৬ রান করেন তিনি। এছাড়া ৫৪ বলে ২১ রান আসে মাহফুজুর রাব্বির ব্যাটে। ইংলিশদের হয়ে তিন উইকেট নেন জায়ডন ডেনলি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।