ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের অবসর

৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই অবসরের ঘোষণা দেন।

অবসরের ঘোষণা দিয়ে ওয়াসিম সমর্থকদের ও পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সকল পাকিস্তানিকে ধন্যবাদ যারা আমায় সমর্থন দিয়েছেন। অনেক ধন্যবাদ আমার পরিবার ও বন্ধুদের যারা আমার এতদিনের অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি আন্তর্জাতিক ক্যারিয়ারের বাইরে গিয়ে নিজের পরবর্তী স্টেপ শুরু করতে চাই। ’

২০১৫ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ওয়াসিমের। দুই মাস পর অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটে। এই পর্যন্ত দেশটির হয়ে সাদা বলে ১২১ ম্যাচ খেলেন তিনি। ২০১৭ সালে জেতেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া বেশ কিছু ম্যাচে অধিনায়কত্বও করান এই অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।