ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

গুজরাট ছেড়ে মুম্বাইয়ে ফিরছেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
গুজরাট ছেড়ে মুম্বাইয়ে ফিরছেন পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলতেন একসময়। মাঝে ঠিকানা বদলে পাড়ি জমান আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সে।

তবে দুই মৌসুম পর ফের মুম্বাইয়ে ফিরছেন এই ভারতীয় অলরাউন্ডার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাট 'ক্রিকইনফো' জানিয়েছে, আইপিএলের পরের মৌসুমেই মুম্বাইয়ের জার্সিতে খেলবেন পান্ডিয়া। তাকে নগদ টাকা দিয়ে দলে ফেরাচ্ছে মুম্বাই। শোনা যাচ্ছে, টাকার অঙ্কটা ১৫ কোটি রুপি। এর সঙ্গে ট্রান্সফার ফি যুক্ত হবে। তবে এ নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।  

২০১৫ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল ক্যারিয়ার শুরু হয় পান্ডিয়ার। এই ফ্র্যাঞ্চাইজির নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে সর্বশেষ দুই মৌসুমে গুজরাটের হয়ে খেলেছেন, দিয়েছেন নেতৃত্বও। এর মধ্যে ২০২১ আসরে তার নেতৃত্বে শিরোপা জেতে গুজরাট এবং গত আসরে হয় রানার্সআপ। এ দুই মৌসুমে ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৩০ ইনিংসে ৮৩৩ রান করেছেন পাণ্ডে। উইকেট নিয়েছেন ১১টি।

আগামী ২৬ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের দলবদল পর্ব শেষ হয়ে যাবে। হয়তো সেদিনই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। যদি বিষয়টি সত্যি হয়, তাহলে দলবদলের ক্ষেত্রে আইপিএলে নতুন ইতিহাস সৃষ্টি হবে। তাছাড়া মাত্র তৃতীয়বারের মতো আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের অধিনায়ককে ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে। এর আগে ২০২০ সালে, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস তাদের নিজ নিজ অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন এবং আজিঙ্কা রাহানেকে 'অদলবদল' করেছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।