ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে বাঁচাতে ছুটে গেলেন শামি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে বাঁচাতে ছুটে গেলেন শামি

২০২৩ বিশ্বকাপে বল হাতে নিঃসন্দেহে সেরা পারফর্মারদের একজন মোহাম্মদ শামি। ভারতকে আসরেড় ফাইনালে তোলার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এবার মাঠের বাইরেও ভালো কাজের মাধ্যমে সবার মন জিতে নিলেন ভারতের এই ডানহাতি পেসার।  

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় খাদে পড়ে যাওয়া এক গাড়ির চালককে উদ্ধারে এগিয়ে যান শামি। উদ্ধার করার পর তিনি নিজেই ঘটনার বর্ণনা দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে। তার এমন মহৎ কাজের প্রশংসা করছেন নেটিজেনরা।

জানা গেছে, বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতালে বেড়াতে গিয়েছেন শামি। সেখানেই তিনি দেখতে পান পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। দৃশ্যটি দেখে নিজের গাড়ি থেকে নেমে আসে তিনি। উদ্ধার করেন দুর্ঘটনায় পড়া গাড়ির চালককে। তবে চালকের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম শামি লিখেছেন, 'উনি (দুর্ঘটনায় পড়া গাড়ির চালক) খুব ভাগ্যবান। ঈশ্বর তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় আমার গাড়ির সামনেই ছিল তার গাড়ি। আমরা তাকে উদ্ধার করতে পেরেছি। '
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম চার ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি শামি। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর সুযোগ মেলে তার। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তার বিশ্বকাপ। সেই থেকে আসরে দলের পরের ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন শামি। এর মধ্যে ৩ ম্যাচেই পান ৫টি করে উইকেট, যা একটি রেকর্ডও।

এদিকে বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামেই থাকবেন শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে রাখা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তার খেলার জোর সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।