ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আচরণবিধি ভঙ্গ করে ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আচরণবিধি ভঙ্গ করে ডিমেরিট পয়েন্ট পেলেন বুমরাহ

হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। যে কারণে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার টেস্টটির চতুর্থ দিনে এই ঘটনা ঘটে। ইনিংসের ৮১তম ওভারে সিঙ্গেল নেওয়ার সময় ইংলিশ ব্যাটার অলি পোপের পথ রোধ করে দাঁড়ান বুমরাহ। ইচ্ছাকৃতভাবে তার এই কাণ্ড করা নিয়মের বাইরে। বিষয়টি চোখ এড়ায়নি আম্পায়ারদের।  

চার আম্পায়ারই বুমরাহর এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। পরবর্তীতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন ভারতীয় এই পেসার। এতে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।  

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে হেরেছে ভারত। আগামী শুক্রবার বিশাখাপাত্নামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।