ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার লিগের সব ম্যাচ জেতার আশা শেখ জামাল কোচের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
সুপার লিগের সব ম্যাচ জেতার আশা শেখ জামাল কোচের

ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, যদিও দুই ও তিন নম্বরে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডানের সমান আট জয় তাদের। এক আসর আগেই শিরোপা জিতেছিল দলটি।

তবে এবার টেবিল টপার আবাহনী লিমিটেডের সঙ্গে ব্যবধানটা বেশ বড়।  

সুপার লিগ শুরুর আগে ১১ ম্যাচের সবগুলোতে জিতে জয়ের সুবাস পাচ্ছে আবাহনী। ১১ ম্যাচে ৮ জয় পাওয়া শেখ জামালের সামনে এখনও অবশ্য ক্ষীণ সম্ভাবনা আছে। তাই সোমবার থেকে শুরু হতে যাওয়া সুপার লিগের পাঁচ ম্যাচের সবগুলোতেই জিততে চাওয়ার কথা বলছেন শেখ জামাল কোচ সোহেল ইসলাম।  

রোববার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সুপার লিগে যতটুকু ভালো করা যায়। পাঁচটা ম্যাচ আছে, আমরা প্রতিটা ম্যাচেই ওই আশা নিয়ে যাবো যেন জিততে পারি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এই আবহাওয়া, কন্ডিশনের মধ্যে যতটুকু দেওয়া যায়। ’ 

সুপার লিগ শুরুর আগে সারাদেশজুড়েই অস্বস্তি গরমকে ঘিরে। তীব্র তাপদাহের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে ঠাসা সূচির কারণে সেটি সম্ভব হচ্ছে না ক্রিকেটে। এই বাস্তবতা মেনে নিয়েছেন শেখ জামাল কোচ সোহেল ইসলামও।  

তিনি বলেন, ‘আপনি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা, পাঁচটা পর্যন্ত। পুরোটা সময় এই গরমে খেলোয়াড়দের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রতি বছর এই স্লটেই খেলা হয়। এ বছর গরমটা যেহেতু বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কিছু করার নেই। স্কুল কলেজ আপনি সারা বছর সাতদিন এদিক-ওদিক করলে সম্ভব। ’

‘কিন্তু আমাদের যে স্লট আছে, এই স্লটের ভেতরই খেলা শেষ করতে হবে। খেলোয়াড়রা আসলে জানে গরমের ভেতর খেলতে হবে। এটার জন্য তারা ম্যাচের আগে যে রুটিনগুলো আছে, আমার ফ্লুইটটা কীভাবে নেবো, বা নিউট্রেশনটা কীভাবে হওয়া উচিত; আমরা এসব জায়গায় ছেলেদের সচেতন করার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।