ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখি না: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ৬, ২০২৪
জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখি না: পাপন

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যা শুরু হতে মাসখানেকও বাকি নেই।

এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথম দুটিতে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে।  

এবারের বিশ্বকাপেও নেই জিম্বাবুয়ে। এত বড় টুর্নামেন্টের আগে তাদের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, বিশ্বকাপের প্রস্তুতি নয় এমন সিরিজ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ।  

সোমবার মিরপুরে তিনি বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। ’

‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল। ’

এবারের বিশ্বকাপের আগে খুব বেশি আশার কথাও শোনা যাচ্ছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়ে দিয়েছেন, খুব বড় আশা না করতে। যদিও ভালো কিছুর আশা ছাড়ছেন না পাপন।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই। ’

বাংলাদেশ সময় : ১৮৩৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।