ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অসমাপ্ত কাজ পূর্ণ করতে আমিরের লক্ষ্য বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ৭, ২০২৪
অসমাপ্ত কাজ পূর্ণ করতে আমিরের লক্ষ্য বিশ্বকাপ

অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখেই এগোচ্ছেন বাঁহাতি এই পেসার।

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জার্সিতে দেখা গেছে তাকে। বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।

২০২০ সালে অবসর নেওয়ার সময় আমির আঙুল তুলেছিলেন টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের দিকে। সময়ের পরিক্রমায় পাকিস্তান ক্রিকেট বোর্ডে বদল এসেছে কয়েকবার। বর্তমান বোর্ডের ওপর আস্থা রেখে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বকাপ দিয়েই নিজের অসমাপ্ত কাজের ইতি টানতে চান এই পেসার।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, 'পাকিস্তানের হয়ে আবার খেলতে পেরে অসাধারণ লাগছে। নিজের অসমাপ্ত কাজ পূর্ণ করতে চাই আমি। বিশ্বকাপ জেতাই হলো আমার স্বল্প মেয়াদি লক্ষ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা দেখিয়েছে, তাই আমাকে সেই আস্থার প্রতিদান দিতে হবে। '

প্রায় চার বছর পর জাতীয় দলে ফেরার অনুভূতিটা আমিরের কাছে অবর্ণনীয়। তিনি বলেন, 'আমি চার বছর পরে ফিরে এসেছি এবং যখন নিজের দেশের হয়ে খেলি সেই অনুভূতি বর্ণনা করা যায় না। সত্যি বলতে ২০১৯ সালের চেয়ে নিজেকে বেশি ফিট মনে হচ্ছে, ফিট না হওয়া পর্যন্ত আপনি নিজেকে মেলে ধরতে পারবেন না। তাই ক্রমাগত ভালো খেলে যেতে আমি তৈরি। '

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ফাইনাল খেললেও পাকিস্তান শিরোপার একমাত্র স্বাদ পেয়েছে ২০০৯ সালে। সেই দলের একমাত্র সদস্য হিসেবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন আমির।

তিনি বলেন, '২০০৯ টি-টোয়েন্টি  বিশ্বকাপ জয়ের স্মৃতি স্পেশাল এবং সেই দিনটি এখনো আমাকে রোমাঞ্চিত করে। প্রথমবারের মতো আমাকে দলে নেওয়া হয়েছি এবং পরে চ্যাম্পিয়ন দলের সদস্য হই। আমি যখন রাওয়ালপিন্ডি এয়ারপোর্টে পা রাখি, গ্রামে ফেরার পথে অনেক গাড়ি দেখা যাচ্ছিল এবং তারা ফুল দিয়ে বরণ করছিল আমাকে। আমি ভাগ্যবান যে এখনো খেলে যাচ্ছি। যখন এসেছিলাম, তখন দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম আমি। এখন আরও বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছি। সেটাই এখন আমার ও আমার দলের লক্ষ্য। '

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ৭, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।