ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশতাকের টোটকা নিলেন বিসিবির বাছাই করা ১৬ লেগ স্পিনার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ১১, ২০২৪
মুশতাকের টোটকা নিলেন বিসিবির বাছাই করা ১৬ লেগ স্পিনার

‘তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। পরিশ্রম করো, হৃদয় থেকে পরিশ্রম করো...’ মুশতাক আহমেদ বললেন এমন।

তার সামনে সারিবদ্ধ হয়ে বসা ১৬ লেগ স্পিনার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের খুঁজে এনেছে বিসিবি।  

কয়েকদিন আগে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে আসা মুশতাক আহমেদ তালিম দিয়েছেন তাদেরই। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ হয়েছে শুক্রবার, রোববার হবে শেষটি।  

এর মধ্যে শনিবার জাতীয় দলের অনুশীলন ছিল না। ফাঁকা দিনে সময়টুকু বিসিবির উঠতি লেগ স্পিনারদের সঙ্গে কাটিয়েছেন পাকিস্তানের একসময়ের তারকা লেগ স্পিনার মুশতাক। এ সময় বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে নানা রকম দিকনির্দেশনা দিতে শোনা যায় তাকে।  

পরে তাদের স্কিলও পরখ করে নেন মুশতাক। কয়েকজনকে তাদের লাইন-লেংথে উন্নতির পরামর্শ দিতেও দেখা যায় বিসিবির পাঠানো ভিডিওতে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনাররাও উৎসাহী হয়ে তার কথা শুনছিলেন।  

প্রায় এক বছর ধরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মাহমুদ ঘুরে বেড়িয়েছেন পুরো বাংলাদেশে। সেখান থেকে ৮০ জন জাতীয় পর্যায় অবধি পৌঁছান। তাদের মধ্যে থেকে ১৫ জন বিভিন্ন বয়সভিত্তিক প্রোগ্রাম ও ১০-১২ জনকে ফাস্ট ট্র্যাক প্রোগ্রামে রাখা হবে।  

মুশতাক অবশ্য আনুষ্ঠানিক কোনো সেশন করেননি। লেগ স্পিনারদের সঙ্গে কেবল একটি সেশনই কাটিয়েছেন তিনি। চলতি মাসের শেষদিকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে সারাদেশ থেকে খুঁজে আনা এসব লেগ স্পিনারদের নিয়ে।  

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, মে ১১, ২০২৪ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।