ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের ঘরোয়া ক্রিকেটে টস বাতিলের প্রস্তাব দিলেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১১, ২০২৪
ভারতের ঘরোয়া ক্রিকেটে টস বাতিলের প্রস্তাব দিলেন জয় শাহ

ক্রিকেটে টসের বিশেষ গুরুত্ব রয়েছে। যা খেলাটির অপরিবর্তনীয় অংশও বটে।

কিন্তু এই টস ব্যাপারটাকেই যদি কেউ বাদ দেওয়ার প্রস্তাব দেয়, তাহলে কেমন হয়? বিষয়টি একদিক থেকে অসম্ভব মনে হলেও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর সচিব জয় শাহ এমন প্রস্তাব-ই দিয়েছেন।

তবে পরামর্শটা শুধু ভারতের ঘরোয়া ক্রিকেট সিকে নাইডু ট্রফির ক্ষেত্রে প্রযোজ্য। জয় শাহর পরামর্শ, টসের বদলে সফরকারী দলের হাতেই থাকবে তারা ব্যাটিং নাকি ফিল্ডিং করবে, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার।

ঘরোয়া ক্রিকেট নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের কাছে কয়েকটি প্রস্তাবনা জমা দিয়েছেন জয় শাহ। প্রস্তাবগুলোর মধ্যে আছে, ঘরোয়া সূচিতে ম্যাচগুলোর মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখা, যাতে দলগুলোর খেলোয়াড়রা ক্লান্ত হয়ে না পড়েন। গত মৌসুমে অনেক রাজ্য দলের অধিনায়ক এই দাবি জানিয়েছিলেন। গত রঞ্জি ট্রফির সেমিফাইনালে এই ইস্যু সামনে এনেছিলেন জাতীয় দলের পেসার শার্দূল ঠাকুর। এমনকি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও একই মত দিয়েছিলেন।

এছাড়া অনূর্ধ্ব-২৩ লাল বলের প্রতিযোগিতায় নতুন পয়েন্ট পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন জয় শাহ। এই পদ্ধতি অনুযায়ী, ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম ইনিংসে বাড়তি পয়েন্ট পাবে দলগুলো। এর সঙ্গে থাকবে, প্রথম ইনিংসের লিড কিংবা ইনিংস ব্যবধানে জিতলে পাওয়া যাবে আরও পয়েন্ট। একই পদ্ধতি পরবর্তীতে রঞ্জি ট্রফিতেও প্রয়োগ করা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ১১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।