ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

শান্তর ‘প্রত্যাশা কম’ রাখতে বলার যে ব্যাখ্যা প্রধান নির্বাচকের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৪, ২০২৪
শান্তর ‘প্রত্যাশা কম’ রাখতে বলার যে ব্যাখ্যা প্রধান নির্বাচকের

বাংলাদেশ ক্রিকেটের এখন কোনো বড় উপলক্ষ মানেই হুলস্থূল কাণ্ড। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিনও যেমন- কয়েকশ গণমাধ্যকর্মীর ভিড় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাদের কয়েক দফা থামিয়ে শেষ অবধি গিয়ে ঘোষণা করা হয় বিশ্বকাপ স্কোয়াড।  

মিরপুরের ভেতরের মতো বাইরের চিত্রটাও অনেক। দর্শকদের প্রত্যাশা অনেক বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বিশেষত বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সেটি বেড়ে যায় আরও। তবে এবার আগেভাগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রত্যাশা কমিয়ে রাখার অনুরোধ করেছেন। এ অবস্থায় শান্তর কথার প্রসঙ্গে টেনে দল ঘোষণার দিন প্রশ্ন যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে।
 
তিনি এ নিয়ে বলেন, ‘দেশের ক্রিকেটের বিশাল উন্মাদনা আছে। সব সময় দেখেছি যখনই খেলা হয় তখন গ্যালারি ভর্তি থাকে। এখন তা আরও বেড়েছে। এটা অধিনায়ক বুঝতে পেরেছেন। তিনি একটা বার্তা দিতে চেয়েছেন যে টি-টোয়েন্টিতে আমরা এখনই সেই পর্যায়ে চলে যাইনি যে ফাইনালে খেলব। তিনি বাস্তব শক্তির আলোকে এটা বোঝাতে চেয়েছেন যে টুর্নামেন্টে ধাপে ধাপে বাংলাদেশ এগোতে চেয়েছে। তিনি এটা বোঝাতে চেয়েছেন। ' 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপের বাকি তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে তারা। প্রথম ম্যাচ জিতলে টুর্নামেন্টের বাকিটা বাংলাদেশের জন্য সহজ হয়ে যাবে বলে বিশ্বাস করেন লিপু।  

তিনি বলেন, ‘প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে (ততটুকু কাজে লাগানো)। আমি বলব দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকব, এটা না। ’

‘সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো ম্যাচে জেতার খুব সম্ভাবনা দেখছি। দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না, এটা না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। হয় তাদেরকে বিলো পারফর্ম বা আমাদের ওভারপারফর্ম করে ওদের হারাতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।