ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্ষণের মামলা থেকে খালাস লামিচানে, খেলতে পারবেন বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ধর্ষণের মামলা থেকে খালাস লামিচানে, খেলতে পারবেন বিশ্বকাপে

লম্বা সময় ধরে ধর্ষণের অভিযোগ নিয়ে কঠিন সময় পার করছিলেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেলে সুখবর।

ধর্ষণের এই দায় থেকে মুক্তি পেলেন তিনি। খেলতে পারবেন বিশ্বকাপেও।

গত জানুয়ারিতে ধর্ষণের দায়ে লামিচানেকে দেওয়া হয় ৮ বছরের জের। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এই লেগ স্পিনার। আজ সেই হাইকোর্টই, ‘পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাব’ উল্লেখ করে বাতিল করেছেন সেই রায়। লামিচানে এখন তাই মুক্ত।  

২০২২ সালে ১৮ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছর আটক হন তারকা এই ক্রিকেটার। সেই সময় ক্যারিবিয়ান ক্রিকেট লিগ মাতাচ্ছিলেন তিনি। কিন্তু খেলা বাদ দিয়ে তাকে আত্মসমর্পণ করতে হয় কাঠমান্ডু পুলিশের কাছে। পরবর্তীতে কাঠমান্ডু কোর্টে তার ৮ বছরের সাজা হয়। লামিচানে অবশ্য জামিনে বেরিয়ে এসেছিলেন। তবে তার ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। পরে আপিলে সেটিও উঠে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।