ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হিউস্টনে জিম-রানিং শুরু করেছেন সাকিব-শান্তরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মে ১৯, ২০২৪
হিউস্টনে জিম-রানিং শুরু করেছেন সাকিব-শান্তরা

মাহমুদউল্লাহ রিয়াদের জিমের ভিডিও নেওয়া হচ্ছে, এর মধ্যে ফ্রেমে ঢুকে গেলেন জাকের আলি অনিক। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই অবশ্য ফিরে গেলেন।

এরপর লিটন দাসকেও দেখা গেলো। জিমে তানভীর ইসলামকে সাহায্য করতে দেখা গেল সৌম্য সরকারকে।  

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছায় বাংলাদেশ। এরপর একদিন বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা। শনিবার থেকে তাদের অনুশীলন শুরু হয়েছে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো আলাদা দুটি ভিডিওতে ক্রিকেটারদের জিম ও রানিং করতে দেখা গেছে। বিশ্বকাপের আগে ট্রেনার নাথান কেলির অধীনে নিজেদের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।  

আগামী ২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের প্রেইরা ক্রিকেট কমপ্লেক্সে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। এরপর বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।  

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।