ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২১, ২০২৪
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক দেশটির বিপক্ষে ওই সিরিজটি শুরু হলো মঙ্গলবার।

 

প্রিইরে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে সিরিজে খেলা শেষ টি-টোয়েন্টি থেকে দুটি বদল এনেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের জায়গায় খেলছেন লিটন দাস। আর বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া সাইফউদ্দিনের জায়গাটি নিয়েছেন শরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের একাদশে আছেন একসময় নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেলর, অ্যারন জোনস, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদ্বীপ সিং, নিতিশ কুমার, নশথুশ কেনজিগে, সৌরভ নেত্রেভালকার।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ২১, ২০২৪

এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।