ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব

আগামী মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা।

অবশেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানালেন, সিরিজটি খেলবেন সাকিব।  

আজ বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস বলেছেন, ‘বোর্ডের সঙ্গে, আমার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে সাকিবের কথা হয়েছে। পাকিস্তান সিরিজে সে অ্যাভেইলেবল। সময় না থাকলে সরাসরি দুবাই থেকে চলে যাবে। অথবা বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যেতে। পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। ’

পাকিস্তান সিরিজে পাওয়া যাবে বোলিং কোচ মুশতাক আহমেদকেও। জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাওয়া যাবে। ’ তবে এ বছর বাংলাদেশের বাকি সিরিজগুলোতে পাওয়া যাবে না সাবেক এই পাকিস্তান লেগ স্পিনারকে, ‘যেহেতু সামনে ওর নিজের কিছু প্রগ্রাম আছে, সে জন্য বাকি সিরিজগুলোয় থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।