ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শরিফুল নিলেন ৩ উইকেট, সাকিবের শিকার ২

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
শরিফুল নিলেন ৩ উইকেট, সাকিবের শিকার ২

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও।

তবে বরাবরের মতোই ব্যর্থ ছিলেন ব্যাটিংয়ে।

গতকাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এই জয়ে বড় অবদান রাখেন শরিফুল। আর সাকিব ৪ ওভারে ২১ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৭ বলে স্রেফ ১ রান নিয়ে বিদায় নেন তিনি।  

ব্র্যাম্পটনে শুরু হওয়া ম্যাচটিতে বাংলা টাইগার্সের হয়ে প্রথম উইকেটটি নেন শরিফুল। সুনিল নারাইনকে ফিরিয়ে শুরুটা করেন তিনি। পরের উইকেটটি পান দশম ওভারে। হামজা তারিকের উইকেটটি উইকেটের পেছনে তালুবন্দি করেন রহমানউল্লাহ গুরবাজ। পরের বলেই হারমিত সিংকে ফেরান শরিফুল। এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের আশা জোগালেও পরে আর পারেননি।

এদিকে সাকিব তার প্রথম উইকেট পান ইনিংসের অষ্টম ওভারে। ম্যাকমালেনের এই উইকেটটি তালুবন্দি করেন গুরবাজ। ষষ্ঠদশ ওভারে লড়তে থাকা মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে দুই উইকেট পূর্ণ করেন বাংলাদেশি অলরাউন্ডার। ২৯ বলে তিনিই দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।