ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
ঢাকায় ফিরেছেন হাথুরু

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ্ছে তাদের আন্তর্জাতিক ব্যস্ততা।

এ মাসের মাঝামাঝিতে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে।  

এ সফরের প্রস্তুতি সাজাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও সহকারী কোচ নিক পোথাসেরও শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনেকদিন ধরেই দুই দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে পাকিস্তানের দুই টেস্টের জন্য প্রস্তুতি শুরু হবে।  

এই ক্যাম্পে অবশ্য যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। তবে তার দুটি টেস্ট খেলার কথা রয়েছে। পাকিস্তান সফরের ঠিক আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানেও।  

বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।