ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ে চোখ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
দ্রাবিড়ে চোখ ইংল্যান্ডের

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। এরপর থেকে এখন অবধি কোথাও চুক্তিবদ্ধ হননি তিনি।

আলোচনা ছিল আইপিএল দিয়ে কোচিংয়ে ফিরতে পারেন তিনি। আগেও এই টুর্নামেন্টে কাজ করেছেন সাবেক ভারতীয় ব্যাটার।

তবে এবার দ্রাবিড়কে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। হেড কোচ হিসেবে তাকে চাইছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিছুদিন আগে পদত্যাগ করেছেন তাদের সাদা বলের কোচ ম্যাথিউ মট। এই জায়গায়ই দ্রাবিড়কে চাইছে ইসিবি।

ভারতের দায়িত্ব ছাড়ার সময় পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন দ্রাবিড়। জাতীয় দলে কাজ করলে বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়। যদিও ইংল্যান্ডের দায়িত্ব নিলে কিছুটা স্বস্তিই পাওয়ার কথা তার।  

ইংল্যান্ড দলকে টেস্টে কোচিং করান ব্রেন্ডন ম্যাককালাম। শুধু সাদা বলে কোচিং করালেই হবে দ্রাবিড়ের। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নেন কি না সেটিই এখন দেখার।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।