ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির জন্য রূপরেখা দেবেন ফাহিম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
বিসিবির জন্য রূপরেখা দেবেন ফাহিম

দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত নাজমুল আবেদীন ফাহিম। নিয়মিত কোচিং করান, লম্বা সময় যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।

এবার বিসিবিকে ঢেলে সাজাতে রূপরেখা দেবেন ফাহিম।  

দেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার কারণে এখন সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিসিবিও এর ব্যতিক্রম নয়। এমন অবস্থায়ই অনেক বছরের চাওয়া রূপরেখা দেওয়ার কথা জানালেন ফাহিম।  

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা (রূপরেখা) নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ’

লম্বা একটা সময় বিসিবিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ফাহিমের। এক সময় কিছুটা অভিমান নিয়েই সরে এসেছিলেন। বিসিবির ভেতরেও পরিবর্তনের কথা বলেছেন ফাহিম।  

তিনি বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমার মনে হয় না, বিসিবি খুব ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। যেটা বাইরে থেকে দেখে মনে করে কিংবা এর চাকচিক্য দেখে মনে করে বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। ’

‘কিন্তু আমার মনে হয় যে, বিসিবিতে যেসব সুযোগ ছিল সেগুলো কাজে লাগানো হয়নি। সেটা অনেক কারণেই হয়নি, অনেকের ভুলের কারণেও হয়নি। আমার মনে হয় যে, এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরণ, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে। সেটার পরিবর্তন আনা দরকার। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।