ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘সবার মতো’ আসিফের কাছে ভালো কিছু চান শরিফুলও 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
‘সবার মতো’ আসিফের কাছে ভালো কিছু চান শরিফুলও 

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।

তাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

নতুন এই ক্রীড়া উপদেষ্টার কাছে প্রত্যাশা কেমন, জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলামের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আসলে সবাই তো চায় ভালো কিছু, আমরাও ভালো কিছু চাইব ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ দলের পরবর্তী মিশন পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ। এই সিরিজের জন্য ইতোমধ্যে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে লড়াইয়ের বার্তাই দিয়েছেন শরিফুল।  

তিনি বলেন, ‘অবশ্যই রাওয়ালপিন্ডিতে আগে আমরা খেলা দেখেছি যে ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে, সিরিজটা ফাইটিং হবে ইনশাআল্লাহ। ভালো একটা ফাইটব্যাক দেওয়ার চেষ্টা করব। ’

‘অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। ’

লম্বা সময় পর লাল বলের ক্রিকেট খেলা নিয়ে শরিফুল বলেন, ‘আমি তো দেখছি সবাই অনেকদিন পর লাল বলে প্র্যাকটিস করেছে।  আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব, অনেক সময় আছে এখনো। যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করতে পারি। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে যাচ্ছি মনে হয়। ’

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।