ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আরও পাঁচ বছর ইন্টারেই থাকছেন লাওতারো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
আরও পাঁচ বছর ইন্টারেই থাকছেন লাওতারো

ইন্টার মিলানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হলো লাওরাতো মার্তিনেসের। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে সিরি আ'র চ্যাম্পিয়নরা।

চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত।

গতকাল এক বিবৃতিতে ইন্টার জানায়, ২৬ বছর বয়সী লাওতারোর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ক্লাবটির শীর্ষ কর্তারা। এরপর ইতালিয়ান ক্লাবটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলার।

ইন্টারের সঙ্গে লাওতারোর আগের চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।  

২০১৮ সালে আর্জেন্টাইন ক্লাব রেসিং থেকে ইন্টারে যোগ দেন লাওতারো। এখন পর্যন্ত ইতালিয়ান জায়ান্টদের জার্সিতে ২৮২ ম্যাচ খেলে ১২৯ গোল করেছেন তিনি। গত মৌসুমে লিগের সর্বোচ্চ ২৪ গোল করে ইন্টারকে স্কুডেট্টু জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।  

এর আগে ২০২১ সালে সেসময়ের কোচ আন্তোনিও কঁতের অধীনেও একবার লিগ জেতার স্বাদ পান লাওতারো। গত মাসে আর্জেন্টিনার কোপা জেতার পেছনেও বড় ভূমিকা ছিল তার। আসরে ৫ গোল করেন তিনি, যার মধ্যে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে একমাত্র গোলটি শিরোপা নিশ্চিত করে আলবিসেলেস্তেদের।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।