ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

যে কীর্তি শুধু অশ্বিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
যে কীর্তি শুধু অশ্বিনের

উইকেট যেমনই হোক, রবিচন্দ্রন অশ্বিনের কাছে তা অচেনা নয়। ঘরের ছেলে বলে কথা।

তবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আজ বল নয়, বরং ব্যাট হাতেই নিজের জাত চেনালেন তিনি। দলকে চাপ থেকে উদ্ধার করে ঢুকে গেলেন বিরল এক ক্লাবে। যে ক্লাবে তিনি ছাড়া নেই আর কোনো ক্রিকেটার।

টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৩৬ বার পাঁচ বা এর বেশি উইকেট এবং ২০ বার ফিফটি বা এর বেশি রান নেওয়ার কীর্তি গড়লেন অশ্বিন। সঙ্গে তুলে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। এছাড়াও ১৪টি ফিফটি আছে তার নামের পাশে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করেছে ভারত। অশ্বিন ১০০ ও রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ৭৯ রানে। সপ্তম উইকেটে এখন পর্যন্ত ১৮৬ রান এসেছে তাদের জুটি থেকে।

এদিকে অশ্বিনের আগে ভারতীয় ইনিংসে প্রথম ফিফটির দেখা পান যশস্বী জয়সওয়াল। এনিয়ে ঘরের মাঠে নিজের প্রথম ৬ টেস্টের প্রতিটিতেই ফিফটির দেখা পেলেন এই ওপেনার। যা ভারতীয় রেকর্ডও বটে। তার আগে সর্বোচ্চ পাঁচ টেস্টে ফিফটির দেখা পেয়েছিলেন রুশি মোদি।

যদিও এই তালিকায় বিশ্বরেকর্ডটি মুমিনুল হকের দখলে। বাংলাদেশের এই ব্যাটার ঘরের মাঠে টানা ৯ টেস্টে পেয়েছেন ফিফটির দেখা। তাকে ছাড়িয়ে যেতে আরও টানা চারটি টেস্টে ফিফটি ছুঁতে হবে জয়সওয়ালের।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।