ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম সেশনে খেলা হলো না, লাঞ্চের পর শুরুর সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
প্রথম সেশনে খেলা হলো না, লাঞ্চের পর শুরুর সম্ভাবনা সংগৃহীত ছবি

কানপুর টেস্টের পিছু ছাড়ছে না বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের সমস্যা। প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার।

দ্বিতীয় দিনে হয়নি একটি বলও।  

এবার তৃতীয় দিনের প্রথম সেশনেও খেলা হলো না। যদিও আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের আগে আর বল মাঠে গড়ায়নি। তবে আশার খবর হচ্ছে, মাঠের বেশির ভাগ কাভারও তুলে ফেলা হয়েছে। মাঠ খেলার উপযোগী।  

বাংলাদেশ সময় পৌনে একটার দিকে মাঠ পরিদর্শন করেছেন চতুর্থ আম্পায়ার। মাঠ শুকানোর কাজ চলছে। লাঞ্চের পর খেলা হওয়ার সম্ভাবনা আছে। যদিও বাধা হয়ে দাঁড়াচ্ছে আলোক স্বল্পতা। পরবর্তী মাঠ পরিদর্শন বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল।  

পরে দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ২০১৫ সালে সবশেষ ভারতের মাটিতে টেস্টের পুরো একটি দিন পরিত্যক্ত হয়। স্বাগতিকরা তখন মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।