ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আবরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আবরার

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার মুলতান টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে আজ। কিন্তু পুরো দিনে মাঠে দেখা যায়নি আবরার আহমেদকে।

জানা যায় তৃতীয় দিন ৩১ ওভার বোলিং করে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছে এই লেগ স্পিনারের।

এই ব্যাপারে এক বিবৃতিতে পাকিস্তানে ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সমস্যা জানতে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে আবরারের। রিপোর্ট হাতে আসলে জানা যাবে আসল কারণ। এদিকে প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম ইনিংসে ৮২৩ রান করা ইংলিশদের থেকে এখনও ১১৫ রানে পিছিয়ে আছে তারা। আবরার না ফিরলে আর ৩ উইকেট পড়লেই বড় জয় পাবে সফরকারীরা।

টেস্টের তিন দিন আবরার অবশ্য বোলিংও খুব একটা ভালো করেননি। ৩৫ ওভার করে তিনি ১৭৪ রান দেন। ইকোনোমি রেট ছিল ৪.৯৭। শিকার করতে পারেননি কোনো উইকেটও।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে শুরু হবে আগামী ১৫ অক্টোবর থেকে। শেষ টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে। যেটি শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।