বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জয় পেয়েছিল তারা।
শনিবার রাতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নিজেদের অতীতের সুখস্মৃতি মনে করেছেন হেড কোচ হাশান তিলকারাত্নে। প্রোটিয়াদের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে দুটি জয় আছে বাংলাদেশের।
তাদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাশান বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের জন্য খেলতে হবে। আমরা তাদের (অতীতেও) হারিয়েছি। ’
বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও বিশ্বকাপে ব্যাটিংয়ে একদমই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ডট বল খেলা নিয়ে উদ্বিগ্ন হাশানও। এর সঙ্গে ফিল্ডিংয়ে উন্নতি নিয়েও কাজ করতে চান তিনি।
হাশান বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা উদ্বিগ্ন। ডট বল নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। গত ম্যাচে আমাদের ৫৭টি ডট বল গেছে। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ৬৩টি ডট বল দিয়েছিলাম। এ বিষয়গুলো আমাদের উন্নতি করতে হবে। ’
‘হ্যাঁ, আমাদের ফিল্ডিং অবশ্যই স্ট্যান্ডার্ডের নিচে। তিন ম্যাচে আমরা মোট ৯টি ক্যাচ ছেড়েছি। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশেষত, বিশ্বকাপের মতো আসরে নিজেদের এ ভুল লুকিয়ে রাখা সম্ভব নয়। ’
বাংলাদেশ সময়:১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এমএইচবি/এমএইচএম