একে একে তখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই দলে নিয়েছেন ছয় জন করে দেশি ক্রিকেটার। কিন্তু কারো তালিকাতেই নেই রিশাদ হোসেনের নাম।
রিশাদকে দলে নেওয়ার জন্য শুরুতে এবার তেমন আগ্রহ ছিল না কারও। এ নিয়ে যখন আলাপ-আলোচনা শুরু হয়েছে। তখনই সপ্তম ডাকে রিশাদকে দলে নেওয়ার কথা জানায় ফরচুন বরিশাল। এবার ৬০ লাখ টাকা মূল্যমানের ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন রিশাদ। এই ক্যাটাগরি থেকে সবার শেষে তাকে দলে নেওয়া হয়েছে।
গত আসরের মতো এবারও ড্রাফট থেকে দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। গত আসরে অবশ্য তিনি পরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। এছাড়া দল পাননি গত আসরে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
কোনো দল আগ্রহ দেখায়নি গত আসরে অধিনায়ক হিসেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্লে অফে নিয়ে যাওয়া শুভাগত হোমকে নিয়েও। এছাড়া দল পাননি সৈকত আলি। পরিচিত মুখদের ভেতর মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাজমুল ইসলাম অপুকে নিয়ে আগ্রহ ছিল না কোনো দলের।
অবশ্য তাদের সুযোগ শেষ হচ্ছে না এখানেই। যেকোনো দল চাইলে অবিক্রিতদের দলে নিতে পারবেন। আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। এর আগে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে এবারের ড্রাফট।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম