ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিতে বোয়েসের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিতে বোয়েসের রেকর্ড

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস। নিজের শততম ম্যাচ রেকর্ড দিয়ে রাঙালেন তিনি।

আজ ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন বোয়েস।

এর আগে এই রেকর্ড ছিল ১১৪ বলের। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসান এই রেকর্ডের মালিক ছিলেন। ২০২১ সালে অ্যাডিলেইডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন হেড। আর ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান নারায়ন।

তাদের রেকর্ড ভেঙে এবার তালিকায় সবার ওপরে বসলেন বোয়েস। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো তার ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। এই যাত্রায় তিনি ২৬ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ বলে হাঁকান সেঞ্চুরি। বাকি ৫০ বলে স্পর্শ করেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তার এই দ্রুত ডাবল সেঞ্চুরিতে ৩৪৩ রানের সংগ্রহ পায় ক্যান্টাবুরি। তবে এই রান তাড়া করতে নেমে ২৪.৫ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় তারা। ক্যান্টারবুরি জয় পায় ২৪০ রানে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।