লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস। নিজের শততম ম্যাচ রেকর্ড দিয়ে রাঙালেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল ১১৪ বলের। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসান এই রেকর্ডের মালিক ছিলেন। ২০২১ সালে অ্যাডিলেইডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন হেড। আর ২০২২ সালে ভিজায় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান নারায়ন।
তাদের রেকর্ড ভেঙে এবার তালিকায় সবার ওপরে বসলেন বোয়েস। ২৭ চার ও ৭ ছক্কায় সাজানো তার ইতিহাস গড়া ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। এই যাত্রায় তিনি ২৬ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ বলে হাঁকান সেঞ্চুরি। বাকি ৫০ বলে স্পর্শ করেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তার এই দ্রুত ডাবল সেঞ্চুরিতে ৩৪৩ রানের সংগ্রহ পায় ক্যান্টাবুরি। তবে এই রান তাড়া করতে নেমে ২৪.৫ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় তারা। ক্যান্টারবুরি জয় পায় ২৪০ রানে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আরইউ