প্রথম টেস্টে বাংলাদেশ লড়াই করতে পারেনি তেমন। একাদশে ছিলেন স্রেফ একজন পেসার।
সৈয়দ খালেদ আহমেদ স্কোয়াডে ফিরেছেন। তাসকিন আহমেদ প্রথম ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। প্রথমটির মতো এ ম্যাচের স্কোয়াডও থাকছে ১৫ জনের।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশ সময় : ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএইচবি