ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জিশান-সাইফউদ্দিনের ঝড়, ওমানকে হারালো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
জিশান-সাইফউদ্দিনের ঝড়, ওমানকে হারালো বাংলাদেশ

জিশান আলমের সঙ্গে ওপেনিংয়ে নামলেন ইয়াসির আলি রাব্বি। তাদের মধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলায় রিটায়ার্ড হার্ট হতে হয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনও হাফ সেঞ্চুরি তোলেন। কোনো উইকেট না হারানো বাংলাদেশ প্রতিপক্ষকেও আটকে রেখেছে কম রানে।  

হংকংয়ের সিক্সার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ছয় ওভার ও ছয় জনের ম্যাচে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। পরে ১১৩ রানে অলআউট হয়ে যায় ওমান।  

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ১২ বলে ১ চার ও ৮ ছক্কায় ৫৫ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী রিটায়ার্ড হন জিশান। ৯ বলে ২৬ রান করেন আরেক ওপেনার ইয়াসির আলি। এছাড়া ১২ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৫ রান করেন সাইফউদ্দিন।  

রান তাড়ায় নেমে ওমানের পক্ষে ৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন বিনায়েক শুক্লা। বাংলাদেশের পক্ষে ১ ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নেন জিশান। সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি এক উইকেট করে পান।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।