ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গিল-পন্তের পর জাদেজা-অশ্বিনে ঘুরে দাঁড়াল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
গিল-পন্তের পর জাদেজা-অশ্বিনে ঘুরে দাঁড়াল ভারত

তিন বা এর বেশি ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে কখনো ধবলধোলাই হয়নি ভারত। সেই শঙ্কাই উঁকি দিচ্ছিল মুম্বাই টেস্টে।

কেননা প্রথম দুই টেস্টে হেরে আগেই সিরিজ খুইয়েছে তারা। প্রথম দিনে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দেওয়ার পর ছিল না সুবিধাজনক অবস্থায়। আজ অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।  

ব্যাটিং ধসে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড, লিড নিয়েছে ১৪৩ রানের। এজাজ প্যাটেল অপরাজিত আছেন ৭ রানে।  

গতকালের অদ্ভুতুড়ে ব্যাটিংয়ের পর শুভমান গিল ও ঋষভ পন্তের ফিফটিতে প্রথম ইনিংসে লিড পায় ভারত। যদিও খুব বেশি দূর এগোতে পারেনি, গুটিয়ে যায় ২৬৩ রানে। ১৪৬ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯০ রান করেন গিল। পাল্টা আক্রমণ চালানো পন্ত ৫৯ বলে ৮ চার ও ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। কিউইদের হয়ে ১০৩ রান খরচে ৫ উইকেট নেন এজাজ প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকে পড়ে নিউজিল্যান্ড। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন উইল ইয়াং। কিন্তু এর পরপরই ১০০ বলে ৫১ রানে থামতে হয় তাকে।  

ভারতের হয়ে ৫২ রানে ৪ উইকেট নেন জাদেজা। এছাড়া অশ্বিন তিনটি, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর শিকার করেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।