ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির সংখ্যা জানিয়ে বিজয় লিখলেন, ‘একটু পানি খাই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সেঞ্চুরির সংখ্যা জানিয়ে বিজয় লিখলেন, ‘একটু পানি খাই’

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা না পাওয়া ক্রিকেটাররা ফেসবুকে একের পর এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিচ্ছেন।  

এবার নিজের সেঞ্চুরির সংখ্যা দিয়ে বানানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এনামুল হক বিজয়।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'একটু পানি খাই। ' স্ট্যাটাসে তিনি বাক্যটির কোনো ব্যাখ্যা দেননি। তবে অনেকেই বলছেন- এতগুলো সেঞ্চুরি করেও জাতীয় দলে জায়গা না পাওয়ার হতাশা থেকেই এমনটা লিখেছেন বিজয়।  

হিসাব করে দেখা যায়, পেশাদার ক্রিকেটে সবমিলিয়ে বিজয়ের সেঞ্চুরির সংখ্যা ৪৫টি। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট ২৪টি, লিস্ট 'এ' ক্রিকেটে ২০টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি আছে তার। সর্বশেষ জাতীয় লিগের ম্যাচে আজ খুলনার হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার। সেঞ্চুরি করার পর ফেসবুকে স্ট্যাটাসটি দেন বিজয়।  

আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দলে সাকিব আল হাসান ও লিটন দাসের মতো নিয়মিত সদস্যরা নেই। সাকিবের না থাকাটা অনুমিতই ছিল। লিটন নেই জ্বরের কারণে। এছাড়া চোটের কারণে নেই ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।

এদিকে ঘোষিত দলে বিজয় ছাড়াও জায়গা পাননি তাইজুল ইসলাম, শেখ মেহেদী ও হাসান মাহমুদ। তবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও নতুন মুখ পেসার নাহিদ রানা। দল ঘোষণার পর ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তাইজুল, বিজয় ও মেহেদী।  

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হওয়ার টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন তাইজুল। কিন্তু ওয়ানডে দলে তাকে বিবেচনা করা হয়নি। দল ঘোষণার পর তাইজুল ফেসবুক পোস্টে পাঁচটি ইমোজি ব্যবহার করেছেন। যেখানে  দুটি হাসির ও তিনটি হাততালি দেওয়ার ইমোজি। স্ট্যাটাসের কোনো ব্যাখ্যা দেননি তিনি। কোনো ক্যাপশনও ব্যবহার করেননি। তবে দলে সুযোগ না পাওয়া এমন পোস্ট করেছেন তাইজুল, এমনটাই ধারণা অনেকের।

অন্যদিকে বিজয় একদিন আগেও একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। যেখানে পরিকল্পনা মতো এগোলেও স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা প্রকাশ করেছেন তিনি। ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব আমি চেষ্টা করে যাবো। আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করবো। '

শেখ মেহেদী নিজের পোস্টে চারটি মুখ বন্ধ রাখার ইমোজি যুক্ত করেছেন। এই ডানহাতি অফ-স্পিনার অবশ্য অনেকদিন থেকেই দলের বাইরে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছেন তিনি। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সাব্বির রহমানও ইমোজি ব্যবহার করে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তবে তাদের এধরনের স্ট্যাটাস দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।