ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তোপের মুখে ভারতীয় দল, রোহিত-কোহলির শেষের শুরু!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
তোপের মুখে ভারতীয় দল, রোহিত-কোহলির শেষের শুরু!

নিউজিল্যান্ডের কাছে নিজেদের ঘরের মাটিতে ধবলধোলাই হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিংদের মতো সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন টিম ইন্ডিয়াকে।

আওয়াজ উঠতে শুরু করেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়েও।

কিউইদের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে ভারত। এর আগে ঘরের মাটিতে তাদেরকে এভাবে কোনো দল হারিয়ে যেতে পারেনি। অথচ সিরিজের আগেও বাংলাদেশকে ধবলধোলাই করেছিল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষেও ছিল তারা। যেখান থেকে দুইয়ে নেমে গেছে দলটি। আর তাতে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া।  

দলের এমন দুরবস্থার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে ব্যাটিং কিংবদন্তি শচীন লিখেছেন, 'ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হার মেনে নেওয়া কঠিন। এবার আত্মসমালোচনা করার সময় হয়েছে। প্রস্তুতির অভাব, খারাপ শট নির্বাচন নাকি পর্যাপ্ত ম্যাচ না খেলা- কোনটা হারের কারণ?'

সাবেক ওপেনার শেবাগ লিখেছেন, 'স্পিন খেলার দক্ষতা নিয়ে অনেক কাজ করতে হবে। সীমিত ওভারের ফরম্যাটে কিছু পরীক্ষা করাই যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে এসব পরীক্ষা করার সিদ্ধান্ত খারাপ ফল বয়ে আনে। '

বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ আরেকটু চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কয়েক মাস পরেই ঐতিহাসিক ধবলধোলাই দেখতে হলো আমাদের। এটাই ক্রিকেতের সৌন্দর্য। অস্ট্রেলিয়ায় আমাদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। এখন আত্মসমালোচনা করে তা থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সময়। '

এদিকে সিরিজ হারের পর পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত শর্মা। কিন্তু ছাড় পাচ্ছেন না কোহলিও। দুজনের ওপর খড়গহস্ত হওয়ার চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সামনেই তাদের দল ছাঁটাই করা হবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এজন্য বেছে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়া সফরকে। ওই সফরে ৫ টেস্ট খেলবে ভারত। সিরিজ হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে তাদের।  

অস্ট্রেলিয়া সফরে ফল খারাপ হলে শুধু রোহিত বা কোহলি নন, বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়ররাও। আগামী দুয়েকদিনের মধ্যে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে পারেন নির্বাচক অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত। সেখানে দল নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়তো হবে না। কিন্তু বোর্ড সূত্রে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়া সফর ব্যর্থ হলে সিনিয়র চার ক্রিকেটারের টেস্ট ক্যারিয়ার শেষ হবে যাবে।

সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি তোপের মুখে আছেন কোচ গম্ভীরও। দল নির্বাচনে মতামত দেওয়ার সুযোগ হারাতে পারেন তিনি। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তার ইচ্ছাতেই হার্ষিত রানা ও নীতীশ রেড্ডিকে দলে নিয়েছে ভারত। কিন্তু আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যর্থ হলে সেই ক্ষমতা হারাবেন গম্ভীর। নির্বাচকদের উপরেই ভরসা করতে হবে তাকে। এমনকি সিরিজ হারলে চাকরি হারাতে পারেন তিনি। সবমিলিয়ে টালমাটাল অবস্থায় আছে ভারতীয় ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।