ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে পানি হতে পারে ফ্রি, খাবারের দামও ঠিক রাখার প্রতিশ্রুতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বিপিএলে পানি হতে পারে ফ্রি, খাবারের দামও ঠিক রাখার প্রতিশ্রুতি

দর্শকই যে কোনো খেলার প্রাণ- মুখের এই কথাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে করে দেখায়নি তেমন। খেলা দেখতে এসে বিভিন্ন জায়গায়ই বেশ বিপাকে পড়তে হয় দর্শকদের।

এর মধ্যে গেটে ঢোকার সময় হেনস্থা যেমন আছে, তেমনি আছে ভেতরে খাবারের দাম। পানি, ওয়াশরুম এসব ক্ষেত্রেও খুব একটা স্বস্তি নেই দর্শকদের।  

চড়া মূল্যে পানি কিনে খেতে হয় তাদের। তবে আসন্ন বিপিএলে ফ্রিতেই পানি পেতে পারেন দর্শকরা, এমন কথা জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। এই বিসিবি পরিচালক বুধবার স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন, খাবারের মান অনুযায়ী দাম রাখারও।  

তিনি বলেন, ‘আমি চাইব একজন দর্শক মাঠে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো হেনস্তার শিকার না হয়। খাবারের দাম যেমন হওয়া উচিত তেমন যেন হয়। ওয়াশরুম ব্যবহার থেকে শুরু করে পানি পান, এমনও হতে পারে পানির জন্য কোনো টাকাও দিতে হবে না। একজন দর্শক পরিবার পরিজন নিয়ে মাঠে এসে যেন নিজের মনে করতে পারেন পুরো আয়োজনকে। যেন তারা পরেরদিন আবার মাঠে আসার আগ্রহ পায়। ’

শুধু মাঠে নয়, টিভিতে খেলা দেখেও খুব একটা স্বস্তি পান না দর্শকরা। ব্রডকাস্টিংয়ের মান হয় খুবই নিম্ন। বিভিন্ন সময় এ নিয়ে সৃষ্টি হয় হাস্যরসও। বিপিএল সম্প্রচারের মানেও উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন ফাহিম।  

‘টিভিতেও যারা খেলা দেখবে তারা যেন ভালো কিছু দেখতে পারে চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরও ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকিটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।