ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে

এ মাসের শেষদিকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে।

আজ আসরের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে দুই দল খেলবে ফাইনালে।

টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।  

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, আফগানদের বিপক্ষে। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।