ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাটলার ঝড়ে ইংল্যান্ডের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
বাটলার ঝড়ে ইংল্যান্ডের দ্বিতীয় জয়

আগের ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি, ফিরে যান প্রথম বলে। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন জস বাটলার।

যার ফলে ইংল্যান্ডও পেল আরও একটি দাপুটে জয়। বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে তারা। যার ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে, তাও ৪১ বল খেলে। স্বাগতিকদের ইনিংসের শুরু থেকেই চাপে রাখেন ইংলিশ বোলাররা। তাই খোলস ছেড়ে বের হতে পারেননি কোনো ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন সাকিব মেহমুদ, লিয়াম লিভিংস্টোন ও ড্যান মুসলি। তাড়া করতে নেমে প্রথম বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল সল্টকে হারায় সফরকারীরা। তবে দ্বিতীয় উইকেটে উইল জ্যাকসের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন বাটলার।  

যেখানে জ্যাকসের অবদান কেবল ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান। তাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। ডানহাতি এই পেসার পরে শিকার করেন বাটলারকেও। ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নিয়ে ৪৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮৩ রানে থামেন ইংলিশ অধিনায়ক। পরে জ্যাকব বেথেলকে সঙ্গে নিয়ে ৩১ বল হাতে রেখে বাকিটা পথ পাড়ি দেন লিভিংস্টোন। ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।