ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জোসেফ, চোটে ছিটকে গেলেন রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জোসেফ, চোটে ছিটকে গেলেন রাসেল

শৃঙ্খলাভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফ ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে গোড়ালির চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল।

তার জায়গায় ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গার।  

দীর্ঘদিন পর দলে ফিরলেও মাত্র এক টি-টোয়েন্টি খেলেই ছিটকে গেছেন অলরাউন্ডার রাসেল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ বলে ৩০ করেন তিনি। সেই ম্যাচেই গোড়ালিতে চোট পান তিনি। এর জেরে দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি।

৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নিশ্চিত করতে সেন্ট লুসিয়ায় সিরিজের বাকি তিন ম্যাচই জিততে হবে তাদের। শেষ তিন ম্যাচ হবে যথাক্রমে- বৃহস্পতি, শনি ও রোববার।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।