ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ফিরলেন শাহিন, উন্নতি শান্ত-মিরাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শীর্ষে ফিরলেন শাহিন, উন্নতি শান্ত-মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই পারফরম্যান্সে ভর করে এবার আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই বাঁহাতি পাকিস্তানি পেসার।

র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজেরও।

৩ ধাপ এগিয়ে বোলারদের সিংহাসন দখল করেছেন শাহিন। গত ওয়ানডে বিশ্বকাপের আগেও শীর্ষে ছিলেন তিনি। মাঝে জায়গা হারালেও ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ফিরেছেন এই বিধ্বংসী বোলার। আর ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে ছিলেন বাবর আজম। ফলে ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের শীর্ষে এখন পাকিস্তানি ক্রিকেটাররা।  

বোলারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের সঙ্গে শাহিনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৯। অন্যদিকে এক সপ্তাহ আগেও শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। কিন্তু তার এখনকার অবস্থান তিনে। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন ভারতে কুলদীপ যাদব।

বল হাতে ৯ ধাপ এগিয়েছেন মিরাজ। তার অবস্থান ২৪তম স্থানে। কিন্তু আরেক পেসার শরিফুল ইসলামের অবনতি হয়েছে ১০ ধাপ। তিনি আছেন ৩৪তম স্থানে। তবে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪৯ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৭২তম স্থানে।  

ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক শান্ত। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার এগিয়েছেন ১১ ধাপ। তিনি আছেন ক্যারিয়ার-সেরা ২৪ নম্বরে। তবে পিছিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে চোটে ছিটকে যাওয়া এই ব্যাটার ৭ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে আছেন। অন্যদিকে শেষ ওয়ানডেতে ৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪তম স্থানে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন মোহাম্মদ নবি। এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মিরাজ। দুইয়ে আগের মতোই আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।