ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগ করে দেওয়া রংপুরকে ভালো কিছু দিতে চান আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
সুযোগ করে দেওয়া রংপুরকে ভালো কিছু দিতে চান আফিফ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আফিফ হোসেনের ঠিকানা এবার খুলনা টাইগার্স। তবে গ্লোবাল সুপার লিগে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

পাঁচ দেশের পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ফ্র্যাঞ্চাইজিটি।  

এই টুর্নামেন্টে আফিফ ৯ বাংলাদেশি ক্রিকেটারের একজন। বৃহস্পতিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে গ্লোবাল সুপার লিগের জন্য অনুশীলন শুরু করেছে রংপুর। শুক্রবার অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হন আফিফ। এরপর তিনি জানান গ্লোবাল সুপার লিগ নিয়ে নিজের ভাবনা।  

আফিফ বলেন, ‘সেটা তো অবশ্যই থাকবে (নিজের গ্ল্যামার পাওয়ার সুযোগ)। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা সুযোগ করে দিচ্ছে। এরকম সুযোগ তো সবসময় আসে না। আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেন ভালো করতে পারি। ’ 

‘এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য ভালো সুযোগ। যেহেতু দেশের বাইরে খেলা, অবশ্যই বড় একটা সুযোগ। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ভবিষ্যতে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। ’ 

আগামী ২২ নভেম্বর ক্যারিবীয়ানের উদ্দেশে উড়াল দেবে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলতে যাওয়া আফিফ হোসেন এ বছর এখনও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি। একসময় নিয়মিত মুখ এখন আর সুযোগ পাচ্ছেন না।  

গ্লোবাল সুপার লিগে তার লক্ষ্য কী থাকবে? উত্তরে আফিফ বলেন, ‘আপাতত এত কিছু চিন্তা করছি না। আমরা টুর্নামেন্টে যেন ফাইনাল খেলতে পারি। ব্যক্তিগত লক্ষ্য বলতে তেমন কিছু নাই, দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ’ 

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।