ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিফটির পর তানজিদের বিদায়, তৃতীয় জীবন পেয়ে লড়ছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ফিফটির পর তানজিদের বিদায়, তৃতীয় জীবন পেয়ে লড়ছেন মিরাজ

দলীয় ৫০-এর আগেই সৌম্য সরকার ও লিটন দাসের বিদায় নেন। তবে সেই ধাক্কা দারুণভাবে সামাল দেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ।

এর মধ্যে তানজিদ তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি।  

কিন্তু ৬০ বলে ৬০ রান করে তানজিদ ফিরলে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। অন্যপ্রান্তে তিনবার জীবন পেয়ে লড়ছেন মিরাজ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৫ রান।

বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ মিলে ভালো শুরু পান। কিন্তু পঞ্চম ওভারে আলজারি জোসেফের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। তিনটি চারে ১৮ বলে ১৯ রান করেন এই বাঁহাতি ওপেনার। জোসেফের ফিরতি ওভারে জীবন পান লিটন দাস। টাইমিংয়ে গণ্ডগোল করে বলে ব্যাটে ঠিকঠাক লাগাতে পারেননি লিটন। উইকেটকিপার শাই হোপ বল ধরে আবেদন করেন। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। যদিও স্নিকোমিটারে দেখা যায়, বল লিটনের ব্যাটের কানায় লেগেছিল।

লিটন অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। রোমারিও শেফার্ডের ওভারে সেই হোপের ক্যাচ হয়েই ফেরেন ৭ বলে ২ রান করা লিটন। এরপর ক্রিজে নেমে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান মিরাজ। পরে ব্যক্তিগত ১ রানে ব্যাট করার সময় আরও একবার জীবন পান তিনি। এবার শেফার্ডের বলে ডিপ থার্ড ম্যানে তাঁর ক্যাচ ফেললেন কিস কার্টি।

দুইবার জীবন পাওয়ার পর কিছুটা স্বাচ্ছন্দ্য হন মিরাজ। ১৩তম ওভারে ফিফটির দেখা পান তানজিদ। ৪৫ বলে তিন ছক্কায় আসে এই ফিফটি। ২০তম ওভারে ফের জীবন পান মিরাজ। এবার রোস্টন চেজের বলে সেই কার্টিই আবার মিরাজের ক্যাচ ফেলেন। এরপর আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬০ রান করা তানজিদ।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।