ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লেতে আউট সৌম্য-লিটন-মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
পাওয়ার প্লেতে আউট সৌম্য-লিটন-মিরাজ

প্রথম ম্যাচে করেছিলেন ফিফটি। আজ দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আগ্রাসী তানজিদ হাসানের ব্যাট।

যদিও প্রথম পাওয়ার প্লে ভালোভাবে কাটেনি বাংলাদেশের। কেননা হারাতে হয়েছে সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের উইকেট। সবগুলো উইকেটই নিয়েছেন ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে বাংলাদেশ। তানজিদ ৩০ বলে ৩৮ রান ও আফিফ হোসেন ১ রানে ব্যাট করছেন।

সেন্ট কিটসে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বল তুলে দেয় অভিষিক্ত মার্কিনো মিন্ডলের হাতে। প্রথম ওভারে ৬ রান দেন তিনি। তৃতীয় ওভারে দুই ছক্কা ও এক চারসহ তার কাছ থেকে ১৮ রান আদায় করেন তানজিদ।

তাকে দেখে সৌম্যও চেয়েছিলেন আগ্রাসী হতে। কিন্তু চতুর্থ ওভারে জেইডেন সিলসের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে গুদাকেশ মোতির হাতে ধরা পড়েন তিনি। তাই ৫ বলে ২ রান করেই থামেন বাঁহাতি এই ওপেনার।

লিটন এসে উইকেটে থিতু হওয়ার জন্য ধীরে খেলতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত আর থিতু হতে পারলেন কই! ১৯ বলে ৪ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন সিলসের শিকার হয়ে। অফ স্টাম্পের বাইরের বলে পুল করার চেষ্টা করলেও পয়েন্টে থাকা এভিন লুইসের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ওপেনার।

পাওয়ার প্লের শেষ ওভারে সিলসের বলে বোল্ড হন মিরাজ। ৫ বলে ১ রান করেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।