ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ভালো করতে পারেনি ভারতের রবিচন্দ্রন অশ্বিন। সেটার সুফল ভোগ করেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

উঠে এসেছেন আইসিসির টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দুইয়ে।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন মিরাজ। আর ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যদিও ওপরে ওঠার সুযোগ রয়েছে ভারতীয় এই বোলারের। এক্ষেত্রে তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি সময়টা ভালো করতে হবে।

এই তালিকায় ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে মিরাজ, তিনে অশ্বিনের পর ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছেন সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।