ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের ঝোড়ো ফিফটিতে জয় চট্টগ্রামের, ১ রানে হার বরিশালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
তামিমের ঝোড়ো ফিফটিতে জয় চট্টগ্রামের, ১ রানে হার বরিশালের

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় দিনে ঝোড়ো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। এরপর জিতেছে তার দলও।

হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বরিশালের আব্দুল মজিদও, তবে তার দল জয় পায়নি। চার উইকেট করে নিয়েছেন সিলেটের খালেদ ও বরিশালের কামরুল ইসলাম রাব্বি।

একাডেমি মাঠে সিলেটকে ১২ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে চট্টগ্রাম। পরে ওই রান তাড়া করতে নেমে ১৪ ওভার দুই বল খেলে ১৩৩ রানে অলআউট হয় সিলেট।  

এ ম্যাচে চট্টগ্রামের হয়ে ঝড়ো হাফ সেঞ্চুরি করেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। স্রেফ ২৭ বলে অর্ধশত পূর্ণ করেন তিনি। ৮ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৬৫ রান করে তোফায়েল আহমেদের বলে ক্যাচ আউট হন তিনি।

১৭ বলে ২৯ রান আসে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। ১২ বলে ১৮ রান করেন সাব্বির হোসেন। সিলেটের হয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।

রান তাড়ায় নামা সিলেটের হয়ে অনেকটা একাই লড়েন ওপেনার তৌফিক খান তুষার। ৭ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৭৬ রান আসে তার ব্যাট থেকে। কিন্তু দলের দ্বিতীয় সর্বোচ্চ তোফায়েল আহমেদ করেন ১১ বলে ১৪ রান। চট্টগ্রামের হয়ে তিন উইকেট করে নেন হাসান মুরাদ ও নাঈম হাসান।

মূল মাঠে বরিশালের বিপক্ষে ১ রানে জয় পেয়েছে খুলনা। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে খুলনা। ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি বরিশাল।

খুলনার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাটে। ৩৫ বলে ৩৯ রান করেন তিনি। ৮ বলে ১৭ রান আসে জিয়াউর রহমানের ব্যাটে। ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

রান তাড়ায় নামা বরিশালের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার আব্দুল মজিদ। ৫৩ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষদিকে ২৭ বলে ৪৩ রান করেন মঈন খান। তবে সেটি দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। খুলনার হয়ে দুই উইকেট করে নেন নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।