ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

মিসবাহদের উপহারে খুশি হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
মিসবাহদের উপহারে খুশি হোয়াটমোর

লাহোর: গত নভেম্বরে জানিয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজ শেষে পাকিস্তান ক্রিকেট কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ডেভ হোয়াটমোর। সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় ও শেষ টেস্টে তার দল পাঁচ উইকেটে জিতে ১-১ এ সিরিজ শেষ করেছে।

ছেলেদের কাছ থেকে এমন ‘নিখুঁত’ বিদায় সংবর্ধনায় খুশি এই অস্ট্রেলীয়।

শেষ টেস্টে লঙ্কানদের কাছ থেকে ৩০২ রানের লক্ষ্য পেয়ে আজহার আলীর পঞ্চম শতক এবং মিসবাহ উল হক ও সরফরাজ আহমেদের হার না মানা ইনিংসে জয় পায় পাকিস্তান।

পাকিস্তানের কোচের দায়িত্বে শেষ ম্যাচে এমন জয়ের পর হোয়াটমোর বলেন,‘আমি সত্যিই আনন্দিত। এটা সন্তোষজনক জয় এবং আমার যাওয়ার বেলায় ছেলেদের কাছ থেকে সেরা উপহার পেলাম। ’

বাংলাদেশের সাবেক এই কোচ এ যাওয়াকেই শেষ যাওয়া হিসেবে দেখছেন না,‘বন্ধুত্বপূর্ণ শর্তে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড ছেড়ে যাচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছি এবং আর ফিরে আসতে চাচ্ছি না। পাকিস্তানে আসতে সবসময় উন্মুখ হয়ে থাকব আমি। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।