নয়াদিল্লি: আইসিসি নতুন সংস্কার করে বিশ্ব ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। এতে করে স্বাভাবিকভাবে বেশ চটেছে অন্য সদস্য দেশগুলো।
আগামী ২৮-২৯ জানুয়ারি ক্রিকেটের নতুন সংস্কারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওইদিনই নির্বাহী কমিটির সভায় চার দফা দাবি জানাবে বিসিসিআই। সেগুলো না মানলে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তারা।
বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন দাবিগুলো ইতোমধ্যে সাজিয়ে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ এক প্রতিবেদনে এগুলো তুলে ধরেছে- আইসিসির আয় থেকে ভারতকে আরও বেশি ভাগ দিতে হবে, আইসিসি প্রেসিডেন্ট পদের পাশাপাশি চেয়ারম্যানের পদ তৈরি করতে হবে, তিন বছর অন্তর ভারতে কোনো আইসিসি টুর্নামেন্ট দিতে হবে ও ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে অনেক বেশি ক্ষমতা দিতে হবে বাকিদের তুলনায়।
এসব দাবি উপস্থাপন করা হবে অন্য সদস্য দেশগুলোর বোর্ডের সামনেই। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা যে এর বিরোধিতা করবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এখানেই ভারতের আপত্তি, ভোট পেয়েই তারা এই দাবিগুলোর বাস্তবায়ন চায়। কিন্তু ভোটে না জিতলে বাঁকা আঙ্গুলে ঘি তোলার মতো করে আইসিসি থেকে বেরিয়ে এসে নিজেদের একক রাজত্ব প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিচ্ছে বিসিসিআই।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৪