ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রেকর্ড গড়ে জয় লংকানদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
রেকর্ড গড়ে জয় লংকানদের

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: নয় উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা। ৩৯ রানে ডাচদের গুটিয়ে দিয়ে এই জয় পেল লংকানরা।



টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড। এর আগে টি-টোয়েন্টিতে কেনিয়ার ছিল সর্বনিম্ন রানের রেকর্ড। গত বছর শারজায় হওয়া আফগানিস্তানের বিপক্ষে কেনিয়া করেছিল ৫৬ রান।

৪০ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। তবে বাকীটুকু নিরাপদে খেলেই পার করে দেন দিলশান আর জয়াবর্ধনে। মাত্র ৫ ওভারেই জয় পায় লঙ্কানরা।

চট্রগ্রামে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিল  শ্রীলঙ্কা। আর তার সুফল মাঠেই পেয়েছে লংকানরা। লংকানদের বোলিং তোপে মাত্র ১০.৩ ওভারে ৩৯ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

এর আগে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারায় ডাচরা। ইনিংস সর্বোচ্চ রান আসে টম কুপারের (১৬) ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যানই দু-অঙ্কের ঘরে যেতে পারেনি।

ডাচদের ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে কুলাকেসারার শিকার হন ওপেনিংয়ে নামা স্টিফান মিবার্গ। দ্বিতীয় ওভারে চতুর্থ বলে মিচেল সোয়ার্টকে ফেরান ম্যাথুজ। পরের বলেই আবারো ম্যাথুজের শিকার হন ওয়েসলি বারেসি। ১.৫ ওভারে এক রানে ৩ উইকেট নেই নেদারল্যান্ডসের।

হ্যাটট্রিক মিস করা ম্যাথুজ তার পরের ওভারেই আবারো আঘাত হানেন ডাচ শিবিরে। পিটার বোরেনকে এলবি-র ফাঁদে ফেলে নয় রানে ৪ উইকেট তুলে নেয় ডাচদের।

পাওয়ার প্লে-র ছয় ওভারে ডাচরা ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৫ রান। ৬.৫ ওভারে বেন কুপার রান আউট হলে ২৫ রানে ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস। দলীয় ৩৩ রানে আবারো উইকেট হারায় নেদারল্যান্ডস। এবারের বোলার অজন্তা মেন্ডিস। এলবির ফাঁদে সাজঘরে ফেরেন টম কুপার।

দলীয় ৩৬ রানে লোগান ভ্যান বেককে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। সেই ওভারের শেষ বলে আবারো তার আঘাত। মোদাচ্ছের বুখারিকে বোল্ড করেন তিনি। এর পরের ওভারে মেন্ডিসের বলে ম্যাথুজের তালুবন্দ্বী হন পিটার সিলার। এক বল পরেই মেন্ডিস ডাচদের দশম উইকেট তুলে নিলে ১০.৩ ওভারেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

তিনটি করে উইকেট নেন ম্যাথুজ এবং মেন্ডিস।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম খেলায় দ. আফ্রিকাকে ৫ রানে হারিয়েছিল। আর বাছাই পর্বের বি গ্রুপের বিস্ময় নেদারল্যান্ডের আজই প্রথম খেলা ছিল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘন্টা, ২৪ মার্চ ২০১৪

** ৩৯ রানেই শেষ ডাচদের ইনিংস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।