স্কোর বোর্ডে একরান যোগকরতেই ৪ উইকেট হাওয়া! দলটা যেনতেন কোনো দল নয়, ৯২’র বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। আর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের ১১তম আসরে ‘বি’ গ্রুপের ১০ম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে এক রান যোগ করতেই ৪ উইকেট নেই! একে একে সাজঘরে ফেরেন নাসির জামশেদ, আহমেদ শেহজাদ, ইউনুস খান এবং হারিস সোহেল।
এক রানে ৪ উইকেট হারিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড করেছে পাকিস্তান। এর আগে কোনো দল এক রানে ৪ উইকেট হারায়নি। ২০০৬ সালে ট্রাই সিরিজে কানাডা এবং জিম্বাবুয়ের মধ্যাকার একটি খেলায় ৪ রানে ৪ উইকেট হারিয়েছিল কানাডা। সে ম্যাচে ১৪৩ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫