ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের থেকে এগিয়ে টাইগাররা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
অজিদের থেকে এগিয়ে টাইগাররা

ঢাকা: শ্রীলঙ্কার সঙ্গে ৯২ রানের বাজে হারের পর পুল ‘এ’তে পয়েন্ট টেবিলের তৃতীয় থেকে একধাপ নেমে এসেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের ২০তম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার এক উইকেটের হারের পর আবারো পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান দখল করেছে টাইগারা।



আর বাংলাদেশের সমান এক ম্যাচ জয়, এক ম্যাচ পরাজয় ও একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় একধাপ পিছিয়ে টেবিলের চতুর্থস্থানে জায়গা হয়েছে মাইকেল ক্লার্ক বাহিনীর। কারণ কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে স্বল্প টার্গেট দেয়ায় বাংলাদেশ থেকে নেট রান রেটে পিছিয়ে পড়ে অজিরা।

এদিকে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। টেবিলের পরের অবস্থানগুলো যথাক্রমে আফগানিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।