ঢাকা: ইংলিশদের জন্য এবারের বিশ্বকাপ যেন গত বিশ্বকাপেরই ছায়া। ২০১১ বিশ্বকাপে ছয় ম্যাচে তিন জয় নিয়ে রান রেটে বাংলাদেশকে টপকে কোয়ার্টারে উঠেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড মনে করছেন শেষ দুই ম্যাচে জয় নিয়ে শেষ আটে পৌঁছবে ইংল্যান্ড। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড বলেছেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচকে ঘিরে আমাদের দৃষ্টি আবদ্ধ। এটা খুব কঠিন বিশ্বকাপ আমাদের জন্য। শুরুর ম্যাচগুলোতে ভালো না করতে পারলেও আশা করছি শেষ দুই ম্যাচে জ্বলে উঠবে দল। দলের উন্নতির স্বার্থে দলের সবার সাথে আলোচনাও জরুরি। ’
ব্রড চাচ্ছেন দলে কিছুটা পরিবর্তন আসুক। ‘পরের ম্যাচগুলোতে ওপেনার অ্যালেক্স হেলসকে খেলানো উচিত। অ্যালেক্স এমন একজন ব্যাটসম্যান, যে ম্যাচের মোমেন্টাম পাল্টে দিতে পারে। ’
অ্যালেক্স হেলস আইসিসি টি-টোয়েন্টি ৠাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান। এদিকে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে বাজেভাবে হারার পরও একাদশে পরিবর্তন আনেনি ইংল্যান্ড।
৯ মার্চ অ্যাডিলেডে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। এ ম্যাচে হারলেই কোয়ার্টারের স্বপ্ন শেষ হয়ে যাবে ইংলিশদের। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র চার নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ইংল্যান্ডের।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫